সুখাভাব
বানান বিশ্লেষণ : স্++খ্+আ+ভ্+আ+ব্+অ।
উচ্চারণ:

শু.খা,ভাব্ []

শব্দ-উৎস:

রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { যন্ত্রণাময়তা | আবেগানুভূতি |  দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ: সুখ নয়, এই অর্থে অক।

সমার্থক শব্দাবলি: অক, দুঃখ, সুখাভাব।
ইংরেজি:
distress, hurt, suffering