অক
বানান বিশ্লেষণ : অ+ক্+অ।
১. উচ্চারণ:
ɔ.ko (অ‌.কো)

   ১.১. শব্দ-উৎস: সংস্কৃত অকম্>বাংলা অক।

      রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

১.১.  অ +ক (সুখ)/নঞ্ তৎপুরুষ সমাস
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { যন্ত্রণাময়তা | আবেগানুভূতি |  দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ: সুখ নয়, এই অর্থে অক।

সমার্থক শব্দাবলি: অক, দুঃখ, সুখাভাব
ইংরেজি :
distress, hurt, suffering

 

১.২. অ (নয়) ক (সুখ) যাহাতে/নঞ্ বহুব্রীহি সমাস
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {সীমা-লঙ্ঘনীয় কর্মমন্দকর্ম | নির্দিষ্ট কার্যকলাপ | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

অর্থ: যার দ্বারা ঐশ্বরিক সুখাভাব ঘটে, এই অর্থে- অক।
সমার্থক শব্দাবলি : অংহ, অক, পাপ। 

ইংরেজি: sin, sinning

 

১.৩.অক্ (বক্র গমন করা) + অ (অচ্), ভাববাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | গমন | প্রচেষ্টা নিষ্পাদন | ক্রিয়া | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: কোনো সুনির্দিষ্ট বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে যাওয়ার সময় সরল পথ অবলম্বন না করে যাওয়ার কার্যক্রম।
সমার্থক শব্দ: বক্র গমন, বাঁকাভাবে যাওয়া।

     ১.১. শব্দ-উৎস: প্রাকৃত অক>বাংলা অক।
     
পদ: অব্যয়
     অর্থ: এই স্থান
 

২. উচ্চারণ: ɔk (অ‌)

অক্ [অ এবং রুদ্ধ ক্ মিলিত হয়ে একাক্ষর সৃষ্টি করে]

২.১. শব্দ-উৎস: ইংরেজি Auk  (অক্)>বাংলা অক।

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {পাখি | মেরুদণ্ডী | কর্ডেট | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |} সত্তা |}

অর্থ: উত্তর টলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সাঁতারু ও ডুবুরী পাখি বিশেষ।
                 দেখুন :
অক [পক্ষী, প্রাণিবিজ্ঞান]

২.২. শব্দ-উৎস: আরবি  বা>বাংলা অক।

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {পাখি | মেরুদণ্ডী | কর্ডেট | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |} সত্তা |}

অর্থ: মধ্য প্রাচ্যের রূপকথার পাখি।


সূত্র :