অংহ
বানান বিশ্লেষণ: অ+ং+হ্+অ
উচ্চারণ : oŋ.ɦo
(ঙ্‌.হো)।

শব্দ-উৎস: সংস্কৃত অংহস (অংহঃ)>প্রাকৃত অংহ> বাংলা অংহ

রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অংঘ {Öঅন্‌হ (অধোগমন করা) +অস্, কর্মবাচ্য}
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {সীমা-লঙ্ঘনীয় কর্মমন্দকর্ম | নির্দিষ্ট কার্যকলাপ | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: ধর্মতত্ত্বের বিচারে ঈশ্বরের ইচ্ছা বা আইনের লঙ্ঘন।
সমার্থক শব্দাবলি: অংহ,
অক, পাপ। 
ইংরেজি: sin, sinning


সূত্র :