শ্লিষ্ট
বানান বিশ্লেষণ: শ্+ল+ই+ষ্+ট্+অ
উচ্চারণ:
[sliʃ.ʈo] [স্লিশ্.টো্]
শব্দ-উৎস:
সংস্কৃত শ্লিষ্ট> বাংলা শ্লিষ্ট
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
শ্লিষ্ (আলিঙ্গিত) + ত (ক্ত), কর্তৃবাচ্য, কর্মবাচ্য
পদ: বিশেষণ
অর্থ:

১. দুই বা ততোধিক সত্তার সাথে যুক্ত
সমার্থক শব্দাবলি: যুক্ত, লগ্ন, সংযুক্ত

২. আলিঙ্গনে আবদ্ধ
সমার্থক শব্দাবলি: আলিঙ্গিত পরিষক্ত

৩. শ্লেষাঙ্করযুক্ত