বানান
বানান বিশ্লেষণ: ব্+আ+ন্+আ+ন্+অ
উচ্চারণ:
ba.nan (বা.নান্)
শব্দ-উৎস: সংস্কৃত বরণন> প্রাকৃত বণ্‌ণণ> বাংলাবাণণ>বানান
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {বানান । লিখন | লিখিত যোগাযোগ  | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা| সত্তা|}
অর্থ:
শব্দের বর্ণ বিশ্লেষণ। ভাষার লেখ্যরূপ দেওয়া হয়, লিপির বর্ণ বিন্যাসের মাধ্যমে। ভাষায় ব্যবহৃত ধ্বনিসমূহ লেখার ক্ষেত্রে বিশেষ বিধি অনুসৃত হয়। এর মাধ্যমে গড়ে ওঠে ভাষার বানান রীতি।

সূত্র: