বিশ্লেষণ
বানান বিশ্লেষণ: ব্+ই+শ্+ল্+এ+ষ্+অ+ণ+অ
উচ্চারণ:
[bis.sle.ʃɔn] [বিস্.স্লে.শন্]
শব্দ-উৎস:
সংস্কৃত বিশ্লেষণ> বাংলা বিশ্লেষণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বি (নয়)- শ্লেষণ {
শ্লিষ্ (আলিঙ্গিত) +অ (অন্), ভাববাচ্য}
 পদ: বিশেষ্য
অর্থ:

. যা সংযুক্ত নয় ।
সমার্থক শব্দাবলি: অসংযোগ, বিচ্ছেদ, বিয়োগ, বিশ্লেষ, বিশ্লেষণ

২. যা সংযোগ করে না। বরং সংযুক্ত অবস্থাকে বিযুক্ত দশায় নিয়ে যায়।
সমার্থক শব্দাবলি: বিচ্ছেদকরণ, ব্যবচ্ছেদন, পৃথক্‌করণ।


সূত্র :