শ্লেষণ
বানান
বিশ্লেষণ: শ্+ল+এ+ষ্+অ+ণ +অ
উচ্চারণ:
[sleʃ.ɔn]
[স্লে.শন্]
শব্দ-উৎস:
সংস্কৃত শ্লেষণ>
বাংলা শ্লেষণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
শ্লিষ্ (আলিঙ্গিত) +
অন্ (ল্যুট),
ভাববাচ্য
পদ:
বিশেষ্য
অর্থ:
১. কোনো কিছুর সাথে সম্পর্ক সৃষ্টি করে এমন ভাব। পৃথকভাবে
এই শব্দ ব্যবহৃত হয় না। উপসর্গ যুক্ত হয়ে এই শব্দ, নূতন শব্দ তৈরি করে। যেমন-
বিশ্লেষণ
সমার্থক শব্দাবলি: শ্লেষণ, সম্বন্ধীভাব
২. একাধিকা সত্তার সাথে যুক্ত হওয়া হওয়া
সমার্থক শব্দাবলি: জড়ানো, যোগ, সংযোগ, সংস্রব, সন্ধি
৩. শব্দালঙ্কার বিশেষ। একাধিক অর্থ প্রকাশ করে এমন শব্দ।
৪. তীব্র বিদ্রূপ প্রকাশ পায় এমন বাঁকা কথা।
সমার্থক শব্দাবলি: বক্রোক্তি, ব্যঙ্গোক্তি