১. তিনি, সেসমাসবদ্ধ পদে 'তৎ' পরপদের সাথে যুক্ত হলে, 'তদ্' রূপ পায়। যেমন-
২. তা, তদ্, তথা, সে, সেই।উদাহরণ: তৎকাল, তৎকালিক, তৎকালীন, তৎকালোচিত, তৎক্ষণ, তৎক্ষণাৎ, তত্তুল্য, তত্ত্ব, তৎতার্থ, তত্র, তৎপর, তৎপরতা, তৎপরায়ণতা
তৎ+অতিরিক্ত= তদতিরিক্ত তৎ+অনন্তর= তদনন্তর তৎ+অনুগ= তদনুগ তৎ+অনুগামী= তদনুগামী তৎ+অনুবর্তী= তদনুবর্তী তৎ+অনুসারী= তদনুসারী তৎ+অনুযায়ী= তদনুযায়ী তৎ+অনুরূপ= তদনুরূপ তৎ+অন্ত= তদন্ত তৎ+অন্য= তদন্য তৎ+অবধি= তদবধি তৎ+অবস্থা= তদবস্থা তৎ+অন্য= তদন্য তৎ+অর্থ= তদর্থ তৎ+অর্থক= তদর্থক তৎ+অর্পণ= তর্পণ তৎ +ত্ব = তত্ত্ব তৎ+দা= তদা তৎ+আত্মা= তদাত্মা তৎ+দানীম= তদানীং |
তৎ+ঈয়= তদীয় তৎ+উপলক্ষ= তদুপলক্ষ তৎ+এক= তদেক তৎ+গত=তদগত তৎ+দণ্ড=তদ্দণ্ড তৎ+দর্শন=তদ্দর্শন তৎ+দিন=তদ্দিন তৎ+দ্বারা=তদ্দ্বারা তৎ+হিত=তদ্ধিত তৎ+হেতু=তদ্ধেতু তৎ+বৎ=তদ্বৎ তৎ+বিধ=তদ্বিধ তৎ+বিষয়ক=তদ্বিষয়ক তৎ+বি+অতিরিক্ত=তদ্ব্যরিক্ত তৎ+বি+অতীত=তদ্ব্যতীত তৎ+ভব=তদ্ভব তৎ+ভাব=তদ্ভাব তৎ+ভিন্ন=তদ্ভিন্ন তৎ+রূপ=তদ্রূপ |