তত্ত্ব
বানান্ বিশ্লেষণ : ত+অ+ত্+ত্+অ
উচ্চারণ: 
		t̪ɔt̪.t̪o
		(তৎ. তো)
শব্দ-উৎস: 
		সংস্কৃত তত্ত্ব>
		বাংলা তত্ত্ব
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: 
	তৎ (তথা)
	+ত্ব
পদ: 
	বিশেষ্য
	১. 
	ঊর্ধ্বক্রমবাচকতা 
	{|
	ব্যাখ্যা |
	চিন্তন |
	উচ্চতর জ্ঞান-প্রক্রিয়া |
	জ্ঞান-প্রক্রিয়া |
	জ্ঞান |
	মনস্তাত্ত্বিক ঘটনা |
	বিমূর্তন |
	বিমূর্ত-সত্তা |
	সত্তা |
	}
	
অর্থ: উচ্চতর জ্ঞানের সুচিনিন্তিত ব্যাখ্যার মধ্য দিয়ে সুশৃঙ্খল যে সত্য উপস্থাপিত হয়, তাকে বলা হয় তত্ত্ব। 
	
সমার্থক শব্দাবলি: তত্ত্ব, বিদ্যা 
ইংরেজি: 
	
theory
	যুক্তশব্দ:
	
	
	
		- পূর্বপদ:
			তত্ত্বকথা, তত্ত্বচিন্তা, তত্ত্বজিজ্ঞাসা, 
		তত্ত্বজিজ্ঞাসু,  তত্ত্বজ্ঞ, তত্ত্বজ্ঞান, তত্ত্বজ্ঞানী, তত্ত্বতঃ, 
		তত্ত্বতলাস, তত্ত্বতালাস, তত্ত্বতাবাশ, তত্তদর্শিতা, তত্তদর্শী, তত্ত্ববিৎ, 
		তত্ত্ববিদ, তত্ত্ববিদ্যা, তত্ত্বমসি, তত্তানুসন্ধান, তত্তানুসন্ধানী, 
		তত্তাবধান, তত্তাবধায়ক, তত্তাবধারণ, তত্তাবোধ, তত্তার্থ, তত্তালোচনা, 
		তত্তীয়।
- পরপদ: 
		মৈথুনতত্ত্ব, 
		রসায়নতত্ত্ব, 
		সত্তাতত্ত্ব 
২. ঊর্ধ্বক্রমবাচকতা
	
	{। অনুসন্ধান।
	নির্দিষ্ট 	কার্যকলাপ। 
	মনুষ্য কার্যকলাপ | 
	ঘটনা | 
	মনস্তাত্ত্বিক ঘটনা | 
	বিমূর্তন | 
	বিমূর্ত সত্তা | 
    সত্তা |}
	অর্থ: কোনো বিষয় বা বস্তুর সন্ধানের 
জন্য বিধি মোতাবেক কার্যক্রম। 
	উদাহরণ: তত্ত্ব লওয়া
	সমার্থক শব্দাবলি: অনুসন্ধান, খোঁজ
	ইংরেজি: 
	search, hunt, hunting
	
	
	
	
সূত্র: 
	- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। 	১৪০৮। পৃষ্ঠা: ৬৭৩
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১। পৃষ্ঠা: ২১০৮
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমী, ঢাকা, মার্চ ২০০৫। পৃষ্ঠা: ১১১০
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য 	সংসদ। নভেম্বর ২০০০। পৃষ্ঠা: ১৯৯১
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী। কলিকাতা। পৃষ্ঠা: ৯৮৩
- ভারতী বাঙলা অভিধান। বিশিষ্ট পণ্ডিত ও অধ্যাপকমণ্ডলী কর্তৃক সম্পাদিত। ভারতী বুক স্টল। ১৯৫৯। পৃষ্ঠা: ৮৫৩
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০। পৃষ্ঠা: ৮১৮
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫। পৃষ্ঠা: ৭৭৮
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০। পৃষ্ঠা: ৬৩৮
- শব্দার্থমুক্তাবলী বেণীমাধব দে। ১৭৮৮ শকাব্দ। পৃষ্ঠা: ১৩৬৬
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২। পৃষ্ঠা: 
- সংস্কৃত বাংলা অভিধান। শ্রীঅশোক কুমার বন্দ্যোপাধ্যায়। সৃষ্টি, হুগলী। ১৪০৮। পৃষ্ঠা: ৪৪১
- সচিত্র প্রকৃতিবাদ অভিধান (চতুর্থ সংস্করণ)। রামকমল বিদ্যালঙ্কার। ১২৯৫। পৃষ্ঠা: 
- সমগ্র ব্যাকরণ কৌমুদী। সাহিত্য সংসদ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 	ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৩৬৬
- সরল বাঙ্গালা অভিধান (সপ্তম সংস্করণ, নিউবেঙ্গল প্রেস ১৯৩৬)। সুবলচন্দ্র মিত্র। পৃষ্ঠা: ১২২৯
- wordnet 2.1