সত্তাতত্ত্ব
সত্তার অস্তিত্ব এবং প্রকৃতি বিষয়ক বিদ্যা।
ঊর্ধ্বক্রমবাচকতা
{সত্তাতত্ত্ব |
অধিবিদ্যা |
দর্শনশাস্ত্র |
মানবিক শাখা |
জ্ঞানশাখা |
জ্ঞানক্ষেত্র |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
ontology
ব্যাখ্যা: সত্তাসমূহের প্রকৃতি নিয়ে গবেষণার সূত্রে তৈরি হয়েছে অধিবিদ্যা।
সত্তার প্রকৃতিগত রূপের পরিচয় তুলে ধরা হয়েছে সত্তাতত্ত্ব।