মৈথুনতত্ত্ব
বানান্ বিশ্লেষণ : ম্+ঐ+থ্+উ+ন্ -ত্+অ+ত্+ত্+ব্+অ
উচ্চারণ:
moi.t̪ʰun.t̪ɔt̪.t̪o (মোই.থুন্.তত্.তো)
শব্দ-উৎস: সংস্কৃত মৈথুন> বাংলা মৈথুন +সংস্কৃত তত্ত্ব> বাংলা তত্ত্ব
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: মৈথুন বিষয়ক তত্ত্ব/ কর্মধারয় সমাস
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | তত্ত্ব | ব্যাখ্যা | চিন্তন | উচ্চতর জ্ঞান-প্রক্রিয়া | জ্ঞান-প্রক্রিয়া | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ:

১.দ্বৈত সত্তার মিলন। এই ভাবনার সূত্রে সৃষ্ট তত্ত্ব হলো- মৈথুনতত্ত্ব [দেখুন: মৈথুনতত্ত্ব (দ্বৈতসত্তা-বিদ্যা)]
২.নারী-পুরুষের যৌনক্রিয়া। এই ভাবনার সূত্রে সৃষ্ট তত্ত্ব হলো- যৌনবিষয়ক তত্ত্ব।