মৈথুন
বানান্ বিশ্লেষণ: ম্+ঐ+থ্+উ+ন্+অ
উচ্চারণ:
moi.t̪ʰun (মোই.থুন্)
শব্দ-উৎস: সংস্কৃত মৈথুন> বাংলা মৈথুন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: মিথুন + অ (অণ্)
পদ: বিশেষণ
অর্থ: মিথুন (যুগল বা সঙ্গ অর্থে) সম্পর্কিত।
উদাহরণ: মৈথুনতত্ত্ব, মৈথুনপীড়া, মৈথুনবৈরাগ্য।

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { যৌনকার্যক্রম | দেহগত প্রক্রিয়া | জৈবিক প্রক্রিয়া | দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: নারী-পুরুষে যৌনক্রিয়া
সমার্থক শব্দাবলি: মিথুন, মৈথুন, সঙ্গম
উদাহরণ: মৈথুনকর্ম, মৈথুনবাস।
যুক্তশব্দ: