১. ঊর্ধ্বক্রমবাচকতা { দম্পতি । পরিবার । আত্মীয়-স্বজন । সামাজিক দল | দল | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ:১.১.দুই-এর সঙ্গ বা সমন্বিতভাব
সমার্থক শব্দাবলি: দ্বয়, যুগ্ম, যুগল।
উদাহরণ: মিথুনতারা (জোড়া তারা)
১.২. স্ত্রী-পুরুষ সত্তার সমন্বিত অবস্থা।
সমার্থক শব্দাবলি: দম্পতি, দ্বয়, যুগল
উদাহরণ: হংসমিথুন
২. ঊর্ধ্বক্রমবাচকতা { যৌনকার্যক্রম | দেহগত প্রক্রিয়া | জৈবিক প্রক্রিয়া | দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: নারী-পুরুষে যৌনক্রিয়া
সমার্থক শব্দাবলি: মিথুন, মৈথুন, সঙ্গম
৩. ঊর্ধ্বক্রমবাচকতা {| নক্ষত্রমণ্ডল | মহাকাশীয় বস্তু | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: মহাকাশের একটি নক্ষত্রমণ্ডল। এই নক্ষত্রমণ্ডলকে ১২টি রাশির একটি রাশি হিসেবেও বিবেচনা করা হয়।
ইংরেজি: Gemini