হংসমিথুন
বানান বিশ্লেষণ: হ্+অ+ং+স+অ+ম্+ই+থ্+উ+ন্
শব্দ-উৎস: সংস্কৃত হংস + মিথুন > বাংলা হংসমিথুন
উচ্চারণ:
ɦɔŋ.ʃo. mi.t̪ʰun  [হং.শো.মি.থুন্]
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হংসের মিথুন/ ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা { দম্পতি । পরিবারআত্মীয়-স্বজন  । সামাজিক দল  | দল | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

অর্থ: স্ত্রী ও পুরুষ হাঁসের যুগলবন্দী। হাঁসের জোড়া।


সূত্র :