থেকে
বানান বিশ্লেষণ: থ্+এ+ক্+এ
উচ্চারণ:  
t̪ʰe.ke (থে.কে)
শব্দ-উৎস: সংস্কৃত
স্থা (থাকা)> প্রাকৃত থক্‌ক> বাংলা থাক্ থাকিয়া>থেকে
পদ:

১. অসমাপিকা ক্রিয়া। [দুদিন থেকে চলে আসবো]
২. অব্যয়।
অপাদান কারকে পঞ্চম বিভক্তির চিহ্ন। বাংলা ভাষার চলিতরীতিতে এর ব্যবহার লক্ষ্য করা যায়। এর সাধু রীতি থাকিয়া। এই ধ্বনিটি অন্য শব্দের পরে বসে নানা ধরনের অর্থের প্রকাশ করে। যেমন-

উৎপন্ন। [আগুন থেকে তাপের সৃষ্টি হয়]
স্থানান্তর। [আকাশ থেকে বৃষ্টি পড়ে]
কালান্তর [সকাল থেকে বৃষ্টি পড়ছে]
অবস্থান্তর [ধনী থেকে দরিদ্র হইলেন]
তুলনা [নদী থেকে সাগর বড়]
দ্বারা, কর্তৃক [আমা থেকে এ কর্ম করা সম্ভব নয়]

সমার্থক শব্দাবলি: থেকে, হইতে, হতে


সূত্র :