ঊষা

বানান বিশ্লেষণ: +শ্+আ
উচ্চারণ : u.ʃa
(উ.শা)।

শব্দ-উৎস: সংস্কৃত  ষা>বাংলাষা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
ঊষ্ (পীড়ন) + অ (ক)=ঊষ+আ (টাপ্)

পদ:

বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা {| দিবস সময় | ঘটিকাসময় | পঠিত-উপাত্ত | উপাত্তবিন্দু | তথ্য  | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ: দিবাভাগের প্রথমাংশ, যে সময়ে সূর্যের আলো প্রথম প্রকাশ পায়

সমার্থক শব্দাবলি:  ঊষা, ঊষাকাল, প্রত্যুষ, প্রাতঃকাল, ভোরবেলা।
ইংরেজি:
dawn, dawning, morning, aurora, first light, daybreak, break of day, break of the day, dayspring, sunrise, sunup, cockcrow
 

যুক্তশব্দ:

২. ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ: হিন্দু পৌরাণিক চরিত্র। [দেখুন: ঊষা (পৌরাণিক, হিন্দু)]
সমার্থক শব্দাবলি:
অর্জুনা, অর্জুনী, ঊষা।