ভাগ্যহীন
বানান্ বিশ্লেষণ:ভ্+আ+গ্+য+অ-হ্+ঈ+ন্+অ
উচ্চারণ:
bʰag.go. ɦin
(ভাগ্+গো.হিন্)
শব্দ-উৎস:
সংস্কৃত
ভাগ্য
+
হীন> বাংলা ভাগ্যহীন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
ভাগ্য
দ্বারা
হীন
=তৃতীয়া তৎপুরুষ
পদ:
বিশেষণ
অর্থ:
ভাগ্য (সৌভাগ্য অর্থে)
হীন হয়েছে যার
সমার্থক শব্দাবলী: ভাগ্যহীন,
হতচ্ছাড়া,
হতভাগা,
হতভাগ্য,
লক্ষ্মীছাড়া, হতশ্রী
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী। কলিকাতা।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।