ভাগ্য
বানান্ বিশ্লেষণ:ভ্+আ+গ্+য+অ
উচ্চারণ:
bʰag.go (ভাগ্+গো)
শব্দ-উৎস: সংস্কৃত ভাগ্য + বাংলা ভাগ্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
ভজ্ (ভাগ করা) + য (ণ্যৎ), কর্মবাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {ঘটিত বিষয় | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা }

অর্থ:
১.ভবিষ্যতে অনিবার্য ঘটবে এমন একটি ঘটনা বা ঘটনাবলি। এই ঘটনা খারাপ বা ভালো উভয় অর্থে ব্যবহৃত হতে পারে
সমার্থক শব্দাবলি:  অদৃষ্ট, কপাল, তকদির, নসিব, ভাগ্য।
উদাহরণ : এই আমার ভাগ্যে লিখা ছিল।

২. শুভ ঘটনা
সমার্থক শব্দাবলী: ভাগ্য, সৌভাগ্য
উদাহরণ: এবার লটারিতে বেশ কিছু টাকা পেয়েছি, ভাগ্যটা ভালোই বলতে হবে।
পূর্বপদে ভাগ্য: পরপদে ভাগ্য:
সূত্র: