ভাগ্য
বানান্ বিশ্লেষণ:ভ্+আ+গ্+য+অ
উচ্চারণ:
bʰag.go
(ভাগ্+গো)
শব্দ-উৎস:
সংস্কৃত ভাগ্য
+ বাংলা ভাগ্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
ভজ্ (ভাগ করা) +
য (ণ্যৎ),
কর্মবাচ্য
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ঘটিত বিষয় |
বিশেষ ঘটনা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা |
সত্তা
}
অর্থ:
১.ভবিষ্যতে অনিবার্য ঘটবে এমন একটি ঘটনা বা ঘটনাবলি। এই ঘটনা খারাপ বা ভালো উভয় অর্থে ব্যবহৃত হতে পারে
সমার্থক শব্দাবলি: অদৃষ্ট, কপাল, তকদির, নসিব, ভাগ্য।
উদাহরণ : এই আমার ভাগ্যে লিখা ছিল।
২. শুভ ঘটনা
সমার্থক শব্দাবলী: ভাগ্য, সৌভাগ্য
উদাহরণ: এবার লটারিতে বেশ কিছু টাকা পেয়েছি, ভাগ্যটা ভালোই বলতে হবে।
পূর্বপদে ভাগ্য:
- ভাগ্যক্রমে, ভাগ্যগণনা, ভাগ্যগুণে, ভাগ্যচক্র, ভাগ্যদেবতা, ভাগ্যদেবী, ভাগ্যধর, ভাগ্য-বিপর্যয়, ভাগ্যবিধাতা, ভাগ্যবিধাত্রী, ভাগ্যবতী, ভাগ্যবন্ত, ভাগ্যবল, ভাগ্যবান, ভাগ্যফল, ভাগ্যযোগ, ভাগ্যলিখন, ভাগ্যলিপি, ভাগ্যহীন, ভাগ্যহীনা, ভাগ্যহীনতা, ভাগ্যোদয়
পরপদে ভাগ্য:
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী। কলিকাতা।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।