ভারতীয় আর্য ভাষা
খ্রিষ্টপূর্ব ১৮০০ থেকে ১৫০০ অব্দের ভিতরে ইন্দো-ইরানান ভাষা পরিবারের
জনগোষ্ঠীর একটি অংশ অংশ ভারতবর্ষে প্রবেশ করে। এদের ভাষাকে বলা হয় ভারতীয়-আর্য
ভাষা।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ভারতীয় আর্য ভাষা |
ইন্দো-ইরানিয়ান ভাষা |
প্রাকৃতিক ভাষা |
ভাষা |
যোগাযোগ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
Indic, Indo-Aryan।
ব্যাখ্যা:
ভারতীয়-আর্য ভাষার সাথে
স্থানীয় ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছে বহু ভারতীয় ভাষা।
ফলে এই মিশ্র ভাষা ভারতের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষার সৃষ্টি করেছিল। যেমন-
Indo-Aryan languages):
পূর্ব-ভারতে বিকশিত ভারতীয় আর্যভাষা।
সংস্কৃত
(
Sanskrit, Sanskritic languages):
ভারতবর্ষের বৈদিক ভাষা থেকে বিকশিত প্রাচীন ভাষা।