সংস্কৃত ভাষা
ভারতবর্ষের বৈদিক ভাষা থেকে বিকশিত প্রাচীন ভাষা।
ঊর্ধ্বক্রমবাচকতা
{সংস্কৃত |
ভারতীয় আর্য ভাষা |
ইন্দো-ইরানিয়ান ভাষা |
প্রাকৃতিক ভাষা |
ভাষা |
যোগাযোগ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
Sanskrit, Sanskritic languages
ব্যাখ্যা:
ভারতের প্রাচীন ভাষা সংস্কৃত। এই ভাষা থেকে বহু ভারতীয় ভাষা উৎপন্ন হয়েছে। যেমন-
উর্দু, হিন্দি ইত্যাদি