ইসলামী দর্শন
ইসলাম ধর্মের আধ্যাত্মিক বিশ্বাস থেকে সৃষ্ট দর্শন।
ঊর্ধ্বক্রমবাচকতা { ইসলামী দর্শন | আধ্যাত্মিক বিশ্বাস | ধর্মবিশ্বাস | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
mysticism, religious mysticism
ব্যাখ্যা:
ধর্মানুসারে নানা ধরনের আধ্যাত্মিক বিশ্বাসের সৃষ্টি হয়েছে। এবং এই সূত্রে সৃষ্টি হয়েছে আধ্যাত্মিক মতবাদ। যেমন ইসলাম ধর্মের বিশেষ ধরনের আধ্যাত্মিক সাধকদের বলা হয় সুফি।