ওসকো-উম্ব্রিয়ান ভাষা
প্রাচীন ইতালীয় ভাষার অন্তর্গত একটি মৃত ভাষা-গোষ্ঠী। লাতিন ভাষার প্রভাবে এই ভাষা-গোষ্ঠী মৃতভাষায় পরিণত হয়েছিল।
ঊর্ধ্বক্রমবাচকতা { ইতালিক ভাষা | ইন্দো-ইউরোপীয় ভাষা | প্রাকৃতিক ভাষা | ভাষা | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
Osco-Umbrian
ব্যাখ্যা: ইতালীয় ভাষাগোষ্ঠীর ভাষাগোষ্ঠী থেকে উৎপন্ন ভাষাসমূহের সকল ভাষাই বর্তমানে মৃত। এই ভাষার অন্তর্ভুক্ত ভাষাগুলো ছিল-