পশ্চিম জার্মানিক ভাষা
জার্মানিক ভাষার পশ্চিমাঞ্চলীয় শাখা 
	ঊর্ধ্বক্রমবাচকতা
	
   	{ পশ্চিম জার্মানিক ভাষা |
   	জার্মানিক ভাষা |
   	 ইন্দো-ইউরোপীয় ভাষা |
	প্রাকৃতিক ভাষা |
	ভাষা |
	যোগাযোগ |
	বিমূর্তন | 
	বিমূর্ত সত্তা | 
	সত্তা |
	}
ইংরেজি: 
	 West Germanic, West Germanic 
language
	
ব্যাখ্যা:
পশ্চিম
জার্মানিক ভাষাগোষ্ঠী থেকে ইউরোপের নানা ভাষার উৎপত্তি হয়েছে। যেমন- ইংরেজি, 
জার্মান ইত্যাদি।