হ্যালোজেন
(সত্তাতত্ত্ব)
সমধর্মী অধাতব মৌলিক পদার্থের দলগত নাম। ।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ হ্যালোজেন
|
দল
|
বিমূর্তন|
বিমূর্ত সত্তা |
সত্তা
|}
ইংরেজি:
halogen।
ব্যাখ্যা: রসায়ন বিজ্ঞানে প্রায় একই গুণের বিচারে পাঁচটি মৌলিক পদার্থকে একটি দলগত নাম। ১৮৪২ খ্রিষ্টাব্দে সুইডিশ বিজ্ঞানী জন জ্যাকব বার্জেলিয়াস (Jöns Jakob Berzelius) লক্ষ্য করেন যে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ধাতুর সাথে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে সামুদ্রিক লবণ তৈরি করে। এই বিশেষ গুণের কারণে এদেরকে একত্রের নাম দেন Halogen। প্রায় ১০০ বছর হ্যালোজেনের তালিকায় ছিল উল্লিখিত চারটি মৌলিক পদার্থ। ১৯৪০ খ্রিষ্টাব্দে উচ্চ শক্তি সম্পন্ন আলফা কণা দ্বারা বিসমাথে বিস্ফোরণ ঘটিয়ে এ্যাস্টেটিন তৈরি করা হয়। এরপর এর গুণাগুণ পরীক্ষা করে এ্যাস্টেটিন-কে হ্যালোজেনের অন্তর্ভুক্ত করা হয়েছে।