বিপণন স্থান
পণ্য বিপণনের জন্য নির্ধারিত স্থান।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ব্যবসায়িক সংস্থাপন
| সংস্থাপন
|
নির্মাণ কাঠামো |
মনুষ্য-সৃষ্টি |
এককঅংশ |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
marketplace, mart
ব্যাখ্যা:
পণ্যের প্রকৃতি, বিপণনের স্থান ইত্যাদির বিচারে বিপণন স্থানগুলো-
নানা ধরনের হতে পারে। যেমন- হাট, মেলা, মুদি দোকান, মিনা বাজার,
সুপার মার্কেট ইত্যাদি।