মীমাংসনীয় নথি
অর্থ প্রদানের জন্য শর্তহীন নির্দেশ বা
প্রতিজ্ঞাজ্ঞাপক নথি।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
মীমাংসনীয় নথি | আইনসম্মত নথি |
নথি | রচনা
|
লিখিত যোগাযোগ
| যোগাযোগ
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
negotiable instrument।
ব্যাখ্যা: নানা ধরনের নথির একটি প্রকরণ হলো মীমাংসনীয় নথি। এই নথি আইনগত প্রক্রিয়া সিদ্ধ এবং এই নথির নির্দেশ অনুসারে মূলত অর্থের আদান-প্রদান হয়।
হুন্ডি (draft, bill of exchange, order of payment): অর্থ প্রদানের জন্য নির্দেশিত নথি। কোনো ব্যক্তি বা অন্য ব্যাংকের দ্বারা স্বীকৃত মীমাংসনীয় নথি।