বহির্গৃহ ক্রীড়া
এই জাতীয় ক্রীড়া সংঘটিত হয় ঘরের বাইরে।
ঊর্ধ্বক্রমবাচকতা { বহির্গৃহ ক্রীড়া । মল্লক্রীড়াক্রীড়াবিনোদন | নির্দিষ্ট কার্যকলাপ | মনুষ্য কার্যকলাপ | ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
ইংরেজি:
outdoor game

ব্যাখ্যা:
বহির্গৃহ ক্রীড়া উন্মুক্ত প্রান্তরে বা সুনির্দিষ্ট কোন মাঠে সংঘটিত হতে পারে। এই বিচারে এই জাতীয় ক্রীড়াকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে।