ব্যাখ্যা: 
বাদ্যযন্ত্রে ব্যবহৃত এক ধরনের ডিভাইস। এই ডিভাইসের একটি পাতলা পাত বায়ু প্রবাহের 
দ্বারা কম্পিত হলে, সঙ্গীতোপযোগী ধ্বনি তৈরি হয়। ধারণা করা হয়, মানুষের 
সঙ্গীতচর্চার গোড়ার দিকে phagmites
গণের উদ্ভিদ তথা রিড বা নল খাগড়া দিয়ে বাঁশি তৈরি শুরু হয়েছিল। পরে 
নানা ধরনের বাঁশি তৈরি হলেও সঙ্গীতোপযোগী যে কোনো বায়ুপ্রবাহী ডিভাইসই ইউরোপীয় 
ভাষায় রিড নামে পরিচিতি লাভ করেছে। 
রিডের ব্যবহার অনুসারে দুটি ভাগে ভাগ করা হয়। ভাগ দুটি 
হলো-
	
এই জাতীয় যন্ত্রে একটি বা দুটি রিডি সুনির্দিষ্ট রিড 
	ব্যবহার করা হয়। রিড মূল বাদ্যন্ত্রের মুখে আলাদাভাবে বসানো হয়। রিডে বায়ু 
	চালিত করে সঙ্গীতোপযোগী ধ্বনি তৈরি করা হয়।