রিড
যে সকল বাদ্যযন্ত্রের কোনো পাত জাতীয় অংশ বায়ু প্রবাহের দ্বারা কম্পিত হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা { |
সুষির | বাদ্যযন্ত্র | ডিভাইস | যন্ত্র | যন্ত্রীকরণ | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি: beating-reed instrument, reed instrument, reed

ব্যাখ্যা: বাদ্যযন্ত্রে ব্যবহৃত এক ধরনের ডিভাইস। এই ডিভাইসের একটি পাতলা পাত বায়ু প্রবাহের দ্বারা কম্পিত হলে, সঙ্গীতোপযোগী ধ্বনি তৈরি হয়। ধারণা করা হয়, মানুষের সঙ্গীতচর্চার গোড়ার দিকে phagmites গণের উদ্ভিদ তথা রিড বা নল খাগড়া দিয়ে বাঁশি তৈরি শুরু হয়েছিল। পরে নানা ধরনের বাঁশি তৈরি হলেও সঙ্গীতোপযোগী যে কোনো বায়ুপ্রবাহী ডিভাইসই ইউরোপীয় ভাষায় রিড নামে পরিচিতি লাভ করেছে।

রিডের ব্যবহার অনুসারে দুটি ভাগে ভাগ করা হয়। ভাগ দুটি হলো-