প্রত্যয়ন পত্র
আর্থিক কার্যক্রম এবং
বিনিয়োগের সাথে সম্পর্কিত ঘটনাবলী নথিসমূহ যা একটি আনুষ্ঠানিক ঘোষণা;
প্রত্যয়নপত্রধারী সাধারণ লভ্যাংশ এবং ঘোষিত লভ্যাংশ গ্রহণের অধিকার রয়েছে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
প্রত্যয়ন পত্র |
আইনসম্মত নথি|
নথি |
রচনা |
লিখিত যোগাযোগ|
যোগাযোগ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
security,
certificate
ব্যাখ্যা:
যে সকল নথির আইনগত বৈধতা আছে। সাধারণত ব্যবসায়ীক বা বৈষয়িক বিষয়ের আইনসম্মত নথি হলো
আইনসম্মত নথি। এই নথির সূত্রে প্রণয়ন করা হয় প্রত্যয়ন পত্র। প্রত্যয়ন পত্র নানা
ধরনের হতে পারে। যেমন
stock
certificate, stock) :
কর্পোরেশনের অংশীদারের মালিকের জন্য প্রণীত বিশেষ প্রত্যয়নপত্র ।