ইন্দ্রিয় অঙ্গ
একটি অঙ্গ যাতে স্নায়ুতন্তুর প্রান্ত (ত্বক, অন্তঃঅঙ্গ, চোখ, কান, নাক
বা মুখে) থাকে, যা উদ্দীপনায় সাড়া দেয় একটি প্রাণির সম্পূর্ণ গাঠনিক এবং
কর্মকাণ্ডভিত্তিক একক অংশ, যা কিছু সুনির্দিষ্ট কাজের জন্য বিশেষভাবে কাজ করে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ইন্দ্রিয় অঙ্গ |
অঙ্গ |
দেহাংশ|
খণ্ডাংশ |
স্বতন্ত্র সত্তা |
দৈহিক সত্তা |
সত্তা|}
ইংরেজ: sense organ,
sensory receptor, receptor
ব্যাখ্যা: মানবদেহে
পাঁচটি ইন্দ্রীয় অঙ্গ থাকে।
এগুলো হলো-
- ১. চক্ষু (চোখ) – দর্শনেন্দ্রিয় (দেখার কাজ করে)
- ২. কর্ণ (কান) – শ্রবণেন্দ্রিয় (শোনার কাজ করে)
- ৩. ঘ্রাণেন্দ্রিয় (নাক) – গন্ধ পাওয়ার কাজ করে
- ৪. রসনা (জিহ্বা/জিভ) – স্বাদ গ্রহণ করে
- ৫. ত্বক (চর্ম) – স্পর্শেন্দ্রিয় (স্পর্শ অনুভব করে) । এদেরকে একসাথে বলা হয় পাঁচ ইন্দ্রিয় অঙ্গ।