থেরোপোড
ট্রাইয়াসিক থেকে ক্রেটাসিয়াস অধিযুগের
মধ্যবর্তী সময়ের- সম্মুখস্থ ছোট পা এবং হাঁটা বা দৌড়ানোর জন্য শক্তিশালী
পিছনের পা-যুক্ত অসংখ্য মাংসাশী ডাইনোসোরের যে কোনটি।
ঊর্ধ্বক্রমবাচকতা {
থেরোপোড
| সোরিস্কিয়ান
| ডাইনোসর |
আর্কোসোর
|
ডায়াপ্সিড
|
সরীসৃপ
|
মেরুদণ্ডী
| কর্ডেট
|
প্রাণী
| জীবসত্তা
| জীবন্তবস্তু
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
theropod, theropod dinosaur, bird-footed
dinosaur
ব্যাখ্যা: থেরোপোড শ্রেণির ডাইনোসরগুলো বিশেষভাবে পরিচিত মাংসাশী
ডাইনোসোর হিসেবে। এই শ্রেণির ডাইনোসরগুলোর ভিতরে উল্লেখযোগ্য ডাইনোসরগুলো হলো-
অউকাসোরাস ।