এক্টাসিয়ান অধিযুগ
(
Ectasian period)
১৪০-১২০ কোটি খ্রিষ্ট-পূর্বাব্দ।

মেসোপ্রোটারোজোয়িক যুগ-এর দ্বিতীয় অধিযুগ যুগ। গ্রিক ectasis শব্দের অর্থ হলো প্রসারণ। এই অর্থে এর বাংলা হতে পারে- 'প্রসারণ অধিযুগ'। আগের ক্যালিম্মিয়ান অধিযুগ-এ নানা ধরনের অধঃক্ষেপ এবং আগ্নেয় উপাদান দ্বারা পৃথিবীর ভূত্বক আবৃত করার প্রক্রিয়া হয়েছিল। মূলত আগের ক্যালিম্মিয়ান অধিযুগ-এ নানা ধরনের অধঃক্ষেপ এবং আগ্নেয় উপাদান দ্বারা পৃথিবীর ভূত্বক আবৃত করার প্রক্রিয়া শুরু হয়েছিল। এই অধিযুগে সে প্রক্রিয়াটি অব্যাহত হয়েছিল। আগের অধিযুগের প্রক্রিয়াগত প্রসারণের কারণে এর নামকরণ করা হয়েছে এক্টাসিয়ান অধিযুগ

উল্লেখ্য, ১
৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আটলান্টিক, উর এবং নেনা মহাদেশ মিলে একটি নতুন মহা-মহাদেশের উদ্ভব হয়। বিজ্ঞানীরা মহা-মহাদেশের নামকরণ করেছেন কলাম্বিয়া মহা-মহাদেশ। ক্যালিম্মিয়ান অধিযুগের ১৫০-১৪০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে কলাম্বিয়া মহা-মহাদেশ বিভাজন স্পষ্ট হয়ে ওঠেছিল।

১৩৫-১৩০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে লাউরেনশিয়া স্বতন্ত্র মহাদেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। ১৩০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের পরে লাউরেনশিয়া প্রাক-রোডিনা মহা-মহাদেশর সাথে যুক্ত হয়ে যায় এবং
১১ কোটি খ্রিষ্টপূর্বাব্দেরর ভিতরে নতুন রোডিনা মহা-মহাদেশ সৃষ্টি হয়।

জীবজগতের ক্রমবিবর্তনের ধারা

এই অধিযুগেই প্রথম জীবজগতে যৌন-আচরণযুক্ত বংশবিস্তার শুরু হয়েছিল। ফলে পুং ও স্ত্রী যৌনাঙ্গ বিকশিত হয়েছিল। উল্লেখ্য আগের অধি যুগগুলোতে জীবের বংশ বিস্তার হতো শুধু কোষ বিভাজন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় বংশগতিতে বিশেষ পরিবর্তন দেখা যেতো না। কিন্তু যৌন-বংশবিস্তারের কারণে দুটি পৃথক জীবের মিশ্র বৈশিষ্ট্যযুক্ত জীবের তৈরি হওয়া শুরু হয়।

এক্টাসিয়ান অধিযুগের পরে শুরু হয় স্টেনিয়ান অধিযুগ (Stenian period)। এর সময়সীমা ০-১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ


সূত্র :
http://essayweb.net/geology/timeline/mesoproterozoic.shtml
http://en.wikipedia.org/wiki/Mesoproterozoic