থেইয়া (গ্রহ)

পৃথিবী ও থেইয়ার সংঘর্ষ
শিল্পীর আঁকা কাল্পনিক দৃশ্য

গ্ি Θεία>ইংরেজি Theia>বাংলা থেইয়া।
সৌরজগতের বিলুপ্ত একটি গ্রহ। প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনিতে ইনি ছিলেন আলোর দেবী হিসাবে আখ্যায়িত হয়েছেন। এই দেবীর নামে এই গ্রহটির নামকরণ করা হয়েছে।
       দেখুন : থেইয়া [পৌরাণিক, গ্রিক]

বিগব্যাং -এর পরে, প্রায় ১৩,৬০ কোটি পূর্বে জন্মলাভ করেছিল ছায়াপথ নামক একটি গ্যালাক্সি। এই গ্যালাক্সি'র কেন্দ্র থেকে প্রায় ২৫০০০ আলোকবর্ষ দূরে অরিওন (Orion) নামক বাহুতে, প্রায় ৫০০ কোটি বৎসর আগে বিশাল আকারের একটি মহাকাশীয় মেঘ জমাট বেঁধেছিল। ৪৭০ কোটি বৎসর আগে, এই মেঘের কাছে বিস্ফোরিত হয় একটি অতি নবতারা । সে বিস্ফোরণের থাকায় ওই মেঘ সঙ্কুচিত হয়ে নাক্ষিত্রিক কেন্দ্রের সৃষ্টি করে। এই কেন্দ্র ঘূর্ণায়মান দশায় নাক্ষত্রিক ভ্রূণের সৃষ্টি করে। সেই নাক্ষত্রিক ভ্রূণ থেকে প্রায় ৪৬০ কোটি বৎসর আগে জন্মগ্রহণ করেছিল সূর্য। এই সময় নবীন সূর্য থেকে নিস্ক্রান্ত বস্তুপুঞ্জ, সূর্যকে ঘিরে ফেলেছিল। এর ফলে সূর্য একটি মহাকশীয় বলয়ে আবদ্ধ হয়ে পড়েছিল। কালক্রমে এই বলয়ের বস্তুপুঞ্জ ছিটকে পড়ে ছোটো ছোটো মহাকাশীয় গোলকে পরিণত হয় এবং তা সূর্যকে প্রদক্ষিণ করা শুরু করে। এই সূত্রে ধারাবাহিক ঘটনাসূত্রে তৈরি হয়েছিল সৌরজগতের গ্রহ-উপগ্রহ। ধারণা করা হয়, পৃথিবী ও অন্যান্য গ্রহগুলো প্রাথমিক পর্যায়ে সূর্যকে প্রদক্ষিণ করার জন্য সুস্থির কোনো কক্ষপথ লাভ করে নি। প্রথম দিকের গ্রহগুলো ছিল উত্তপ্ত গ্যাসীয় গোলকের মতো। পরস্পরের ভিতর ধাক্কাধাক্কি করে কয়েকটি গোলক টিকে গিয়েছিল। এই গোলকগুলো সূর্যকে প্রদক্ষিণের একটি সুনির্দিষ্ট কক্ষপথও লাভ করেছিল। মূলত পৃথিবী গ্রহ হিসেব সুস্থির হয়েছিল প্রায় ৪৫০ কোটি বৎসর আগে।

সৃষ্টির প্রথমাবস্থায় আমাদের পৃথিবী এবং অন্যান্য গ্রহ-উপগ্রহ গ্যাসীয় গোলক ছিল মাত্র। ৪৫০ কোটি বৎসরের ভিতরে পৃথিবী উত্তপ্ত তরল অবস্থায় পরিণত হয়েছিল। সেই সময় সেই তরল
পৃথিবীর সাথে অপর একটি তরলগ্রহের সংঘর্ষ ঘটেছিল। এর ফলে ৫৪৩৩ কোটি বৎসর আগে চাঁদের সৃষ্টি হয়েছিল। বিজ্ঞানীরা কাল্পনিক অপর তরল গ্রহটির নাম দিয়েছেন থেইয়া।  বিজ্ঞানীরা মনে করেন যে, এই গ্রহটির আকার ছিল মঙ্গল গ্রহের মতো।


সূত্র : http://www.dailygalaxy.com/my_weblog/2007/07/the-theia-hypot.html
       en.wikipedia.org/wiki/Giant_impact_hypothesis