প্রভোরা
Provora

Tikhonenkov et al. 2022 (Nature)
– প্রথম আবিষ্কার ও নামকরণ । এটি
ইউক্যারিয়েটা জীব-স্বক্ষেত্রের প্রাচীনতম একটি থাক। 

ক্রমবিবর্তনের ধারা
হৃয়াসিয়ান অধিযুগে (
২৩০-২০০.৫ কোটি খ্রিষ্ট পূর্বাব্দ) হুরোনিয়ান বরফযুগের শেষ হয়। ২১০ কোটি খ্রিষ্ট পূর্বাব্দের ভিতরে আদি জীবকণিকাগুলোর একটি অংশ বিবর্তিত হয়ে সু-প্রাণকেন্দ্রীয় কোষ  - যুক্ত জীবে পরিণত হয়। উল্লেখ্য, বিজ্ঞানীরা এই আদি জীবকুলকে ইউ ক্যারিয়েটা জীবস্বক্ষেত্র হিসেবে অভিহিত করে থাকেন। ১৯০-১৭০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে প্রোভোরা থাকের প্রজাতির উদ্ভব হয়েছিল।

এরা অতি-ক্ষুদ্র কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর শিকারি ছিল। এরা অন্যান্য প্রজাতিদের আক্রমণ করে খেয়ে ফেলতো। খুব কম সংখ্যক এই থাকের প্রজাতি এখনো টিকে আছে। এরা লবণাক্ত ও মিষ্টি উভয় ধরনের পানিতে বাস করে।

১৬০-১৪০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এরা দুটি ভাগে ভাগ হয়ে যায়। ভাগ দুটি হলো- নেবুলিডিয়া নিবলেরিডিয়া