নেবুলিডিয়া
Nebulidia

প্রভোরা ঊর্ধ্ব থাকের দুটি প্রধান শাখার একটি।  আকারে অতি-ক্ষুদ্র হলেও এরা ছিল ভয়ঙ্কর শিকারি। শিকার ধরার সময় এরা মেঘের শরীর বিস্তার করে আক্রমণের প্রস্তুতি নেয়। এই আকারের জন্য এদের নামকরণ করা হয়েছে- নেবুলিডিয়া।

  বৈশিষ্ট্য ক্রমবিবর্তনের ধারা
হৃয়াসিয়ান অধিযুগে ( ২৩০-২০০.৫ কোটি খ্রিষ্ট পূর্বাব্দ) হুরোনিয়ান বরফযুগের শেষ হয়। ২১০ কোটি খ্রিষ্ট পূর্বাব্দের ভিতরে আদি জীবকণিকাগুলোর একটি অংশ বিবর্তিত হয়ে সু-প্রাণকেন্দ্রীয় কোষ- যুক্ত জীবে পরিণত হয়। উল্লেখ্য, বিজ্ঞানীরা এই আদি জীবকুলকে ইউক্যারিয়েটা জীবস্বক্ষেত্র হিসেবে অভিহিত করে থাকেন। ১৯০-১৭০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে প্রোভোরা থাকের প্রজাতির উদ্ভব হয়েছিল এবং উল্লেখ্য, ১৬০-১৪০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাক এরা দুটি ভাগে ভাগ হয়ে যায়। ভাগ দুটি হলো-
নেবুলিডিয়া নিবলেরিডিয়া