ম্যাকাকু সিলভানাস
Macaca sylvanus

এক প্রকার স্তন্যপায়ী প্রাণীর প্রাইমেট প্রাণীর ম্যাকাকা
Macaca গণের প্রজাতিসমূহের সাধারণ নাম হলো- ম্যাকাকু। উল্লেখ্য, এদেরকে প্রাচীন পৃথিবীর বানর হিসেবে বিবেচনা করা হয়। ধারণা করা হয় পাপিয়োনিনি গোষ্ঠী থেকে ২০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে উদ্ভব হয়েছিল ম্যাকাকা গণের প্রজাতিসমূহ। এখন পর্যন্ত ম্যাকাকা গণের ২৩টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। ম্যাকাকু সিলভানাস এদের একটি প্রজাতি বিশেষ।

১৭৫৮ খ্রিষ্টাব্দের এর নামকরণ করেছিলেন- সুইডিস জীববিজ্ঞানী
Carl Linnaeus । অনেকে একে বার্বারি ম্যাকাকু (Barbary macaque) বা বার্বারি এপ (Barbary ape) নামে অভিহিত করে থাকেন। উত্তর আফ্রিকার বার্বারি উপকূলের নামানুসরে এদের এরূপ নামকরণ করা হয়েছে। জীববিজ্ঞানীরা এদেরকে প্রকৃত বানর হিসেবে বিবেচনা করে থাকেন।

এদের দেখা যায় আফ্রিকার আলজেরিয়ার আটলাস পর্বতমালায় এবং মরোক্কোতে। এছাড়া জিব্রাল্টারে এদের সামান্য কিছু দেখা মেলে। এরা এই অঞ্চলের উচ্চতর সিডার বন, হোল্ম-কর্ক ওক, সাধারণ ওর্ক সমৃদ্ধ বনভূমিতে বাস করে। এছাড়া অনেক সময় এদর নিম্ন তৃণাঞ্চলে দেখা যায়।

এই প্রজাতির পুরুষ ম্যাকাকুর লেজ ছাড়া দেহের দৈর্ঘ্য প্রায় ৬৩ সেন্টিমিটার এবং ম্যাকাকু'র দৈর্ঘ্য হয় ৫৫ সেন্টিমিটার। পুরুষদের ওজন হয় ১৪ কেজি আর স্ত্রীদের ওজন হয় ৯ কেজি। লেজের দৈর্ঘ্য ৪ থেকে ২২ সেন্টিমিটারের মতো হয়ে থাকে। ফলে লেজ সহসা চোখে পড়ে না। এদের সামনের পা পিছনের পায়ের চেয়ে বড় হয় এদের গায়ের রঙ হলদেটে ধূসর বা ধূসর-বাদমি। মুখমণ্ডল গাঢ় গোলাপি।।

এরা খাদ্য হিসেবে গ্রহণ করে ফল, ফুল, পাতা এবং কীটপতঙ্গ।

নভেম্বর থেকে ডিসেম্বরের ভিতরে যৌনমিলন ঘটে। স্ত্রী ম্যাকাকু প্রায় ১৬২ দিন গর্ভধারণের পর এপ্রিল থেকে জুনের ভিতরে সন্তান প্রসব করে। যৌনপ্রাপ্ত বয়স শুরু হয় প্রায় ৪৬ মাস পরে। বেশিরভাগ ক্ষেত্রে প্রায় ৫ বছর বয়সে স্ত্রী ম্যাকাকু সন্তান প্রসব করে। দুটি সন্তানের জন্মদানের মধ্যবর্তী সময় প্রায় ১৩ থেকে ৩৬ মাস।
 

সূত্র: