|
প্রজাতি ভেদে এদের আকার ও ওজনের পার্থক্য পরিলক্ষিত হয়। এদের দৈর্ঘ্য ৪১ থেকে ৭১ সেন্টিমিটারের
ভিতরে হয়ে থাকে। ওজন ২.৪ থেকে ১৩ কেজির ভিতরে দেখা যায়। পুরুষ ম্যাকাকুর চেয়ে স্ত্রী ম্যাকাকুর
আকার ওজন কম হয়। এরা খাদ্য হিসেবে গ্রহণ করে ফল, ফুল, পাতা, কীটপতঙ্গ, ছোটো ছোটো স্তন্যপায়ী।
ধারণা করা হয় ৩.৩৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ক্যাটিরাইনি উপক্ষুদ্রবর্গ থেকে সের্কোপিথেকোইডিয়া ঊর্ধগোত্রের আবির্ভাব ঘটেছিল আফ্রিকায়।
প্রায় ২ কোটি ২০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই ঊর্ধবগোত্র থেকে একটি বিশেষ গণ পৃথক হয়ে গিয়েছিল। এই গণটি হলো- আলোফে (Alophe))। অন্য দিকে মূল ধারা থেকে উদ্ভব হয়েছিল সের্কোপিথেসিডি (Cercopithecidae) গোত্রের প্রজাতিকূল।৫৩-২৫ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে সের্কোপিথেসিনাই উপগোত্রটি দুটি গোষ্ঠীতে বিভাজিত হয়ে যায়। এই গোষ্ঠী দুটি হলো-
পাপিয়োনিনি গোষ্ঠী থেকে ২০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে
উদ্ভব হয়েছিল ম্যাকাকা গণের প্রজাতিসমূহ। এই পাপিয়ো গণের প্রজাতিরই সাধারণ নাম ম্যাকাকু।
এই গণের প্রজাতিগুলো হলো-