|
৬ কোটি ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে
প্রাইমেটদের
আদর্শরূপ বিকশিত হয়েছিল। ৫ কোটি ৯০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই বর্গের প্রাণীরা দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বিকশিত হয়ে উঠেছিল। বিজ্ঞানীরা এই
দুটি
ভাগকে দুটি উপবর্গ হিসাবে চিহ্নিত করেছেন। এই উপবর্গ দুটি হলো −
স্ট্রেপ্সিরাইনি
ও
হ্যাপ্লোরাইনি।
৫ কোটি ৮০ লক্ষ বৎসর
আগে হ্যাপ্লোরাইনি
উপবর্গের প্রাণীকূল দুটি ভাগে বিভাজিত হয়ে,উদ্ভব হয়েছিল
সিমিফোর্মস্ ও টার্সিফর্ম্স ক্ষুদ্রবর্গের প্রজাতিসমূহ।
৪ কোটি থেকে ৩.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
সিমিফোর্মস্
ক্ষুদ্রবর্গের প্রাণীগুলো দুটি উপক্ষুদ্রবর্গ ভাগে ভাগ হয়ে যায়।
এই উপক্ষুদ্রবর্গ দুটি হলো-
ক্যাটিরাইনি ও প্ল্যাটিরাইনি।
সূত্র: