বেবুন
Baboon

একপ্রকার স্তন্যপায়ী প্রাণীর প্রাইমেট প্রাণীর পাপিয়ো গণের ৫টি প্রজাতির সাধারণ নাম বিশেষ। এদেরকে প্রাচীন পৃথিবীর বানর হিসেবে বিবেচনা করা হয়।

প্রজাতিভেদে বেবুনের গায়ের রঙ লাল, জলপাই, হলুদ বর্ণের হয়ে থাকে। প্রজাতিভেদে আকারের হেরফের লক্ষ্য করা যায়। এদের আকারে সবচেয়ে হলো কিন্ডা বেবুন। এদের দৈর্ঘ্য মাত্র ২০ ইঞ্চি (৫০ সেন্টিমিটার)। অন্যদিকে সবেচেয়ে বড় আকারের বেবুন হলো- চাকমা বেবুন। এদের দৈর্ঘ্য প্রায় ৪৭ ইঞ্চি (১২০ সেন্টিমিটার)।

বেবুনের নাক এব মুখের গড়ন অনেকটা কুকুরের মতো। এদের চোয়াল বেশ মজবুত ও শক্তিশালী। মুখে রয়েছে শ্বাদন্ত। এদের দুটি চোখ পরস্পরের বেশ কাছাকাছি। এদের মুখমণ্ডলের নাক, নাক সংলগ্ন কপোলে লোম নেই। তবে শরীরের অবশিষ্ট অংশ ঘন লোমে ঢাকা। লেজের আকার বেশ ছোটো। পুরুষ বেবুনের ঘাড়ে সাদা কেশর থাকে। এছাড়া স্ত্রী-পুরুষ ভেদে গায়ের লোমের রঙের পার্থক্য লক্ষ্য করা যায়।

এরা দিনের বেলায় খাদ্য গ্রহণের জন্য চলাফেরা করে। রাতে উঁচু গাছ বা পাহাড়ের উঁচু স্থানে সুরক্ষিত স্থানে আশ্রয় নেয়। এদের প্রধান শত্রু কুমির, চিতা, সিংহ।

এরা সর্বভুক। খাদ্য তালিকায় রয়েছে ঘাসের বীজ, গাছের শিকড়, পাতা, বাকল, ফল, ফুল। প্রাণিজ খাদ্যের মধ্যে রয়েছে কীটপতঙ্গ, মাছ, রোডেন্ট, পাখি, ভারভেট বানর, ছোটো এ্যান্টিলোপ ইত্যাদি।

যৌনাচারে এরা জোড়া বাধে না। সাধারণত গর্ভধারণরে ৬ মাস পর সাধারণত একটি সন্তান প্রসব করে। শাবকগুলো প্রায় এক বছর মায়ের তত্ত্বাবধানে বড় হয়ে ওঠে। শাবকগুলো ৫ থেকে ৮ বছরের ভিতরে যৌনকর্ম সক্ষম হয়ে ওঠে। সাধারণত বেবুন ৪৫ বৎসর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে বন্য পরিবেশে এরা ২০ থেকে ৩০ বছরের বেশি বাঁচে না।

বেবুনের ক্রমবিবর্তনের ধারা
প্রায় ৬ কোটি ৫০ লক্ষ  খ্রিষ্টপূর্বাব্দের দিকে প্রাইমেটদের একটি আদর্শরূপ বিকশিত হয়েছিল। ৫ কোটি ৯০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই বর্গের প্রাণীরা দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বিকশিত হয়ে উঠেছিল। এর ফলে এরা দুটি উপবর্গে বিভাজিত হয়ে যায়। এই উপবর্গ দুটি হলো − স্ট্রেপ্সিরাইনিহ্যাপ্লোরাইনি। ৫ কোটি ৮০ লক্ষ বৎসর আগে হ্যাপ্লোরাইনি উপবর্গের প্রাণীকূল থেকে সিমিফোর্মস ক্ষুদ্রবর্গের প্রজাতিসমূহের উদ্ভব হয়।

৪ কোটি থেকে ৩.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
সিমিফোর্মস ক্ষুদ্রবর্গের প্রাণীগুলো দুটি উপক্ষুদ্রবর্গ ভাগে ভাগ হয়ে যায়। এই উপক্ষুদ্রবর্গ দুটি হলো- ক্যাটিরাইনি ও প্ল্যাটিরাইনি।

ধারণা করা হয় ৩.৩৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ক্যাটিরাইনি উপক্ষুদ্রবর্গ থেকে সের্কোপিথেকোইডিয়া ঊর্ধগোত্রের আবির্ভাব ঘটেছিল আফ্রিকায়। প্রায় ২ কোটি ২০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই ঊর্ধবগোত্র থেকে একটি বিশেষ গণ পৃথক হয়ে গিয়েছিল। এই গণটি হলো- আলোফে (Alophe))। অন্য দিকে মূল ধারা থেকে উদ্ভব হয়েছিল সের্কোপিথেসিডি (Cercopithecidae) গোত্রের প্রজাতিকূল।

২.২ থেকে ২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এরা দুটি উপগোত্রে বিভাজিত হয়ে যায়। এই উপগোত্র দুটি হলো-

৫৩-২৫ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে সের্কোপিথেসিনাই উপগোত্রটি দুটি গোষ্ঠীতে বিভাজিত হয়ে যায়। এই গোষ্ঠী দুটি হলো-

পাপিয়োনিনি গোষ্ঠী থেকে ২০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে উদ্ভব হয়েছিল পাপিয়ো গণের প্রজাতিসমূহ। এই পাপিয়ো গণের প্রজাতিরই সাধারণ নাম বেবুন। এই গণের প্রজাতিগুলো হলো-