|
প্রজাতিভেদে বেবুনের গায়ের রঙ লাল, জলপাই, হলুদ বর্ণের হয়ে থাকে। প্রজাতিভেদে আকারের হেরফের লক্ষ্য করা যায়।
এদের আকারে সবচেয়ে হলো কিন্ডা বেবুন। এদের দৈর্ঘ্য মাত্র ২০ ইঞ্চি (৫০ সেন্টিমিটার)। অন্যদিকে সবেচেয়ে বড় আকারের
বেবুন হলো- চাকমা বেবুন। এদের দৈর্ঘ্য প্রায় ৪৭ ইঞ্চি (১২০ সেন্টিমিটার)।ধারণা করা হয় ৩.৩৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ক্যাটিরাইনি উপক্ষুদ্রবর্গ থেকে সের্কোপিথেকোইডিয়া ঊর্ধগোত্রের আবির্ভাব ঘটেছিল আফ্রিকায়।
প্রায় ২ কোটি ২০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই ঊর্ধবগোত্র থেকে একটি বিশেষ গণ পৃথক হয়ে গিয়েছিল। এই গণটি হলো- আলোফে (Alophe))। অন্য দিকে মূল ধারা থেকে উদ্ভব হয়েছিল সের্কোপিথেসিডি (Cercopithecidae) গোত্রের প্রজাতিকূল।৫৩-২৫ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে সের্কোপিথেসিনাই উপগোত্রটি দুটি গোষ্ঠীতে বিভাজিত হয়ে যায়। এই গোষ্ঠী দুটি হলো-
পাপিয়োনিনি গোষ্ঠী থেকে ২০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে উদ্ভব হয়েছিল পাপিয়ো গণের প্রজাতিসমূহ। এই পাপিয়ো গণের প্রজাতিরই সাধারণ নাম বেবুন। এই গণের প্রজাতিগুলো হলো-