|
পুরুষ-বেবুনের গড় দৈর্ঘ্য ১২০ সেন্টিমিটার এবং স্ত্রী-বেবুনের গড় দৈর্ঘ্য ৯৭ সেন্টিমিটার।
পুরুষ-বেবুনের গড় ওজন ২৫.৮ কেজি, স্ত্রী-বেবুনের গড় ওজন ১১ কেজি। এদের পা ততটা স্থূল নয়। লেজ কিছু ঊর্ধবমুখি হয়ে নিচের দিকে সটান ঝুলে থাকে।
প্রায় ১৮০ দিন গর্ভধারণের পরে সাধারণত স্ত্রী বেবুন একটি সন্তান প্রসব করে। এদের গড় আয়ু ২৭ বৎসর।
সূত্র: