|
এদের গায়ের রঙ গাঢ় বাদামি বা ধূসর। পুরুষ-বেবুনের
দৈর্ঘ্য ৫০-১১৫ সেন্টিমিটার এবং ওজন ২১-৪৫ কেজি। স্ত্রী-বেবুনের গড় দৈর্ঘ্য ৯৭
সেন্টিমিটার। স্ত্রী-বেবুনের ওজন ১২-২৫ কেজি।
প্রায় ১৮০ দিন গর্ভধারণের পর সাধারণত স্ত্রী বেবুন একটি সন্তান প্রসব করে। এদের গড় আয়ু ২৭ বৎসর।
সূত্র: