অদারঙ্গ
(খ্রিষ্টীয় অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ)
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের
কলাকর ফিরোজ খাঁ'র ছদ্মনাম।
পিতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম ধারা
খেয়াল।
এই ধারাকে উৎকর্ষ সাধনের জন্য তাঁকে আধুনিক খেয়ালের
জনক বলা হয়।
তাঁর পিতা
সদারঙ্গ (নিয়ামত খাঁ) ছিলেন- ভারতীয় শাস্ত্রীয়
সঙ্গীতের অন্যতম ধারা আধুনিক
খেয়ালের
জনক।উল্লেখ্য সদারঙ্গের পুত্র ফিরোজ খাঁ (অদরঙ্গ) খেয়াল
গানে বিশেষ সুখ্যাতি অর্জন করেছিলেন।
দ্বাদশ মোগল সম্রাট
মুহাম্মদ শাহের
রাজত্বকালে (১৭১৯-১৭৪৮), তাঁর দরবারের বীণাবাদক ও খেয়াল গায়ক
হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন।
মোগল সম্রাটই তাঁকে অদারঙ্গ উপাধি প্রদান করেছিলেন। পিতার পথ অনুসরণ করে তিনি প্রচুর ধ্রুপদ, খেয়াল ও তারানা রচনা করেন।
তিনি মূলত
মুহাম্মদ শাহের
স্তুতিমূলক গান রচনা করেছিলেন। এর বাইরে তিনি রচনা করেছিলেন- নায়িকা-ভেদ, ঋতু
বর্ণনামূলক গান।
তিনি টোড়ি রাগাঙ্গ অনুসরণে সৃষ্টি করেছিলেন '
ফিরোজখানি টোড়ি
' ।
অদারঙ্গের রচিত গানের নমুনা