ফিরোজখানি টোড়ি
উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে বর্ণিত টোড়ি ঠাট থেকে উৎপন্ন রাগ বিশেষ। সম্রাট মুহাম্মদ শাহের রাজত্বকালে (১৭১৯-১৭৪৮), সঙ্গীত রচয়িতা ফিরোজ খাঁ (অদারঙ্গ) এই রাগটি তৈরি করেছিলেন। উল্লেখ ফিরোজ খাঁ ছিলেন সম্রাট মুহাম্মদ শাহের সভাগায়ক। তাঁর গানে সন্তুষ্ট হয়ে, সম্রাট তাঁকে 'অদারঙ্গ' উপাধি প্রদান করেছিলেন:

রাগ পরিচিতি
আরোহণ: ‌স ঋ জ্ঞ হ্ম দ র্স
অবরোহণ: র্স দ, ম জ্ঞ ঋ স
ঠাট টোড়ি
জাতি: ঔড়বব-ঔড়ব (পঞ্চম ও নিষাদ বর্জিত)
বাদীস্বর: স
সমবাদী স্বর শুদ্ধ মধ্যম
সময়: রাত্রি তৃতীয় প্রহর।

তথ্য: