মমতাজ মহল
ফারসি: ﻣﻤﺘﺎﺯ ﻣﺤﻞ;  ﻣﻤﺘﺎﺯ

ভারতবর্ষের পঞ্চম মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় স্ত্রী। এঁর প্রকৃত নাম ছিল আরজুমান্দ বানু। তাঁকে মুমতাজ বা মমতাজ নামে  ডাকা হতো। এই নামের অর্থ  'প্রাসাদের অলঙ্কার'।

১৫৯৩ খ্রিষ্টাব্দের ১ সেপ্টেম্বর তৎকালীন ভারতের আগ্রায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবদুল হাসান আসাফ খান (সম্রাট জাহাঙ্গীর-এর স্ত্রী নুরজাহান-এর ভাই)। এঁর ভাই ছিলেন বিশিষ্ট মোগল সেনাপতি ও বাংলার সুবেদার শায়েস্তা খান শাহজাহানের সিংহাসন লাভের সময় তিনি শাহজাহানকে বিশেষভাবে সহায়তা করেছিলেন।

সাহসিকতা ও বুদ্ধিমত্তায় তিনি অল্প বয়সেই শাহজাহান সম্রাট জাহাঙ্গীরের প্রিয়পাত্র হন। ১৬০৭ খ্রিষ্টাব্দে তিনি আট হাজারি মনসবদারি পদ লাভ করেন। এই বৎসরেই মমতাজ মহলের সাথে (আরজুমান্দ বানু বেগম) শাহজাহানের বাগদান হয়। ১৬১১ খ্রিষ্টাব্দে শাহজাহান দশ হাজারি মনসবদারি পদ লাভ করেন। ১৬১২ খ্রিষ্টাব্দের ১০ মে-তে শাহজাহানের সাথে মমতাজ মহলের বিবাহ হয়।

মমতাজের পুত্র-কন্যার সংখ্যা ছিল ১৪টি। এদের ভিতর ৭জন শৈশবে মারা যায়। অবশিষ্ট পুত্র কন্যাদের তালিকা নিচে দেওয়া হলো।

১৬৩১ খ্রিষ্টাব্দে শাহজাহান বুরহানপুরের বালাপুর দুর্গ পরিদর্শন করেন। সে সময় গর্ভবতী মমতাজ তাঁর সাথে ছিলেন। ১৭ জুন তিনি কন্যা সন্তান গওহর বেগমের জন্মদানকালে মৃত্যুবরণ করেন। এরপর সাময়িকভাবে বুরহানপুরে তাঁর কবর দেওয়া হয়। পরে শাহজাহান ডিসেম্বর মাসে তাঁর দেহাবশেষ, সোনায় মোড়া বাক্সে করে আগ্রাতে নিয়ে আসেন। সাময়িকভাবে একটি স্থানে কবর দেন। এরপর শাহজাহান তাঁর স্মরণে তাজমহল নামক বিখ্যাত স্মৃতিসৌধ নির্মাণ করেন। এরপর মমতাজের পুনরায় কবর দেওয়া হয় তাজমহলের ভিতরে। শাহজাহানের মৃত্যুর পর, ওই সমাধির ভিতরেই তাঁর পাশে কবর দেওয়া হয়।

 

 

 


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Arjumand_Banu
http://www.britannica.com/EBchecked/topic/537671/Shah-Jahan