নজরুল সঙ্গীতের বিষয়
ধর্মসঙ্গীত

নজরুলের ধর্মসঙ্গীত মূলত সকলকে ভালোবাসার সঙ্গীত। তাই সাধারণ ধর্মসঙ্গীত এবং বাংলার মুখ্যধারার সনাতন হিন্দু ধর্‌মের ও ইসলামী গান লেখার পরও তিনি অসাম্প্রদায়িক এবং মানুষের গীতিকার। অলৌকক বিশ্বাসীদের ধর্মদর্শনকে অমর্যাদা না করে,তাঁদের জন্যই গান রচনা করেছিলেন,আবার এই বিশ্বাসের ভিতরে থেকেই তিনি মানুষের কল্যাণের জন্য গান লিখেছিলেন। তাঁর সে দৃঢ়তা প্রকাশ পেয়েছিল- বিদ্রোহী কবিতার কয়েকটি পঙ্‌ক্তিতে-

মহা-বিদ্রোহী রণ ক্লান্ত আমি
সেই দিন হব শান্ত,
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না
বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত।

এটাই নজরুলে ধর্মদর্শন।
নজরুলের ধর্মসঙ্গীতের শ্রেণিকরণ
ধর্মদর্শনের বিচারে গানকে প্রধান দুটি ধারায় ভাগ করা যায়। ভাগ দুটি হলো সাধারণ এবং ধর্মভিত্তিক।
 

ধর্মসঙ্গীতের সাধারণ সূচি