ধর্মসঙ্গীত
ইসলাম
ধর্মদর্শেনর সাথে সম্পর্কিত রচিত গানের সাধারণ নাম ভক্তিগীতি।
এই ভক্তিগীতির একটি শাখা হলো- ইসলামী গান। নজরুলের রচিত সকল ইসলামী গানকে বিষয়
অনুসারে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন-
- বন্দনা:
- আল্লাহর বন্দনা (হামদ):
এই জাতীয় গানে আল্লাহর বন্দনা, নিবেদন,
অনুযোগ, প্রার্থনা উপস্থাপিত হয়েছে। যেমন-
- সামগ্রিক বন্দনা:
- এই সুন্দর ফুল সুন্দর ফল [তথ্য
- নাম বন্দনা
- আল্লা নামের বীজ বুনেছি (আমি আল্লা নামের) [তথ্য]
- আল্লা নামের শিরনি তোরা কে নিবি [তথ্য]
- আল্লার নাম জপিও ভাই দিবসে ও রেতে [তথ্য]
- আল্লার নাম মুখে যাহার [তথ্য]
- আল্লার নাম লইয়া বান্দা রোজ ফজরে উঠিও [তথ্য]
- প্রার্থনা:
- আল্লাজী আল্লাজী রহম কর তুমি যে রহমান [তথ্য]
- খোদা এই গরীবের শোন শোন মোনাজাত
[তথ্য]
- লীলা:
- আল্লাজী গো, আমি বুঝি না [তথ্য]
- নিবেদন:
- যেদিন রোজ হাশরে করতে বিচার [তথ্য]
- রসুলের বন্দনা (নাত):
এই জাতীয় গানে হজরৎ মুহম্মদ (সাঃ)-এর বন্দনা
করা হয়েছে। এই গানগুলো নাত্-এ-রসুল নামে অভিহিত হয়ে থাকে।
এই জাতীয় কিছু গানে পাওয়া যায়, নবর বন্দনা-ধর্মী গান। এছাড়া রয়েছে নবির কাছে
প্রার্থনামূলক গান।
- বন্দনা:
- আমি যদি আরব হ'তাম [তথ্য]
- আমি হজে যেতে পাইনি ব'লে [তথ্য]
- আমিনা-দুলাল নাচে হালিমার কোলে [তথ্য]
- আমিনার কোলে নাচে হেলে দুলে [তথ্য]
- আল্লা নামের দরখতে ভাই [তথ্য]
- আল্লাকে যে পাইতে চায় [তথ্য]
- আল্লাহ্ থাকেন দূর আরশে [তথ্য]
- আসিছেন হাবিব-এ খোদা [তথ্য]
- প্রার্থনা:
- আমিনা দুলাল এসো মদিনায় ফিরিয় [তথ্য]
- আল্লাহ ও রসুলের বন্দনা
- আল্লা ব'লে কাঁদ বারেক্ [তথ্য]
- আল্লা রসুল তরু আর ফুল [তথ্য]
- আল্লাহ্ রসুল জপের গুণে [তথ্য]
- আল্লাহ্ রসুল বল্ রে মন [তথ্য]
- অনুরোধ:
- আঁধার মনের মিনারে মোর [তথ্য]
- ধর্মাঙ্গ: এই জাতীয়
গানে ধর্মের প্রধান অঙ্গ হিসেবে ইমানদার হয়ে ওঠার প্রেরণা। এই ইমানের প্রধান
বিষয়ে বিশ্বাস স্থাপন করা। এগুলো হলো- আল্লাহ এক এবং অদ্বিতীয়, হজরত মুহম্মদ
(সাঃ) তাঁর প্রেরিত রসুল এবং কুরআন ঐশী পুস্তক।
এই ইমানকে ধারণ করেই যাঁরা সততার সাথে জীবন অতিবাহিত করেন, তাঁর ইমানদার। এই
পথের সূত্রে আনুষ্ঠানিকতা হিসেবে পালিত হয়- নামাজ, রোজা, হজ, জাকাতা। এসবই
ইসলাম ধর্মাচরণ ভিত্তিক ধর্মের অঙ্গ। নজরুলের গানে ধর্মাঙ্গ হিসেবে পাওয়া যায়-
ইমান ও ধর্মাচারণ
- ইমান:
- আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয় [তথ্য]
- আল্লাতে যার পূর্ণ ঈমান [তথ্য]
- ধর্মাচরণ:
- আমি বাণিজ্যেতে যাব এবার [তথ্য]
- উদ্দীপনা
- আল্লা নামের নায়ে চ'ড়ে [তথ্য]
- মহিমা: এই জাতীয় গানে নানা বিষয়ের মহিমাকে
উপস্থাপন করা হয়েছে।
- নারী। আমি গরবিনী মুসলিম বালা [তথ্য]
- নারী-পুরুষ: আমি মুসলিম যুবা [তথ্য]
- আজান
- বাজলো কি রে ভোরের সানাই [তথ্য]
- আকাঙ্ক্ষা:
এই সকল গানে কিছু আকাঙক্ষা পুরনের প্রাধন্য পেয়েছে।
মুসলমানদের একান্তু কিছু আকাঙ্ক্ষাকেই কবি নিজের আকাঙক্ষার মতো করে উপস্থাপন
করেছেন।
- সুফিদর্শন:
- স্রষ্টার প্রেম:
- স্রষ্টার দর্শন
- আহমদের ঐ মীমের পর্দা [তথ্য]
- প্রার্থনা:
- আরো নূতন নূতনতর শোনাও গীতি [তথ্য]
- মৃত্যু
- আস্ল যখন ফুলের ফাগুন [তথ্য]
- মর্সিয়া: