ভাষাংশ | রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাসংগ্রহের সূচি
কালমৃগয়া
গ্রন্থ পরিচিতি
প্রথম দৃশ্য |
দ্বিতীয় দৃশ্য |
তৃতীয় দৃশ্য |
চতুর্থ দৃশ্য |
পঞ্চম দৃশ্য |
ষষ্ঠ দৃশ্য
বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী অচলিত
সংগ্রহের প্রথম খণ্ডের গ্রন্থ পরিচয় অংশে লিখিত- এই গ্রন্থ সম্পর্কিত
পাঠ।
এই গীতিনাট্য ১২৮৯ সালের অগ্রহায়ণ মাসে [৫ ডিসেম্বর ১৮৮২] প্রকাশিত হয়। পৃষ্ঠাসংখ্যা ৩৮। বর্তমানে ইহা তৃতীয়খণ্ড গীতবিতানে পুনর্মুদ্রিত।
‘বাল্মীকিপ্রতিভা’র দ্বিতীয় সংস্করণে সন্নিবিষ্ট “অনেকগুলি গান পরিবর্ত্তিত আকারে অথবা বিশুদ্ধ আকারে ‘কাল-মৃগয়া’ গীতিনাট্য হইতে গৃহীত।” ২৩ ডিসেম্বর ১৮৮২ (শনিবার) তারিখে মহর্ষি দেবেন্দ্রনাথের জোড়াসাঁকো-ভবনে ‘বিদ্বজ্জনসমাগম’ সম্মিলন উপলক্ষে ‘কালমৃগয়া’ অভিনীত হয়। রবীন্দ্রনাথ অন্ধ মুনি ও জ্যোতিরিন্দ্রনাথ দশরথের ভূমিকায় অভিনয় করিয়াছিলেন। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ‘জীবনস্মৃতি’তে বলিয়াছেন-
বাল্মীকি-প্রতিভার গান সম্বন্ধে এই নূতন পন্থায় উৎসাহ বোধ করিয়া এই শ্রেণীর আরো একটা গীতিনাট্য লিখিয়াছিলাম। তাহার নাম কালমৃগয়া। দশরথকর্তৃক অন্ধমুনির পুত্রবধ তাহার নাট্যবিষয়। তেতালার ছাদে ষ্টেজ খাটাইয়া ইহার অভিনয় হইয়াছিল- ইহার করুণরসে শ্রোতারা অত্যন্ত বিচলিত হইয়াছিলেন। পরে, এই গীতনাট্যের অনেকটা অংশ বাল্মীকি প্রতিভার সঙ্গে মিশাইয়া দিয়াছিলাম বলিয়া ইহা গ্রন্থাবলীর মধ্যে প্রকাশিত হয় নাই।... অভিনয়ে আমিই প্রধান পদ গ্রহণ করিয়াছিলাম। -প্রথম সংস্করণ, পৃ. ১৩৯, ১৪১
‘কালমৃগয়া’র প্রথম তিনটি দৃশ্যের গানগুলি এবং চতুর্থ দৃশ্যের প্রথম তিনটি গান প্রতিভাসুন্দরী দেবী-কৃত স্বরলিপিসহ ১২৯২ সালের শ্রাবণ, ভাদ্র, আশ্বিন,কার্তিক, পৌষ ও মাঘ সংখ্যা ‘বালক’ পত্রিকায় বাহির হয়।