ভাষাংশ
রবীন্দ্রনাথ ঠাকুর -এর রচনাবলী

রচনাবলী সূচি
 

লিপিকা


১৩২৯ বঙ্গাব্দে [আগস্ট ১৯২২ ] লিপিকা প্রথম প্রকাশিত হয়। ১৩৫২ বঙ্গাব্দের পৌষ মাসে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এই সংস্করণে ভারতী পত্রিকার বেশাখ ১৩২৭ সংস্করণ থেকে একটি রচনা গৃহীত হয়। এই রচনাটি সংযোজন হিসেবে যুক্ত করা হয়েছে। এই সংযোজনটির নাম 'কথিকা'।

লিপিকা রচিত হয়েছিল ১৩২৪ বঙ্গাব্দ থেকে ১৩২৯ বঙ্গাব্দের ভিতরে। এই সময়ের ভিতরে এর রচনাগুলো বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছিল। প্রতিটি রচনার শুরুতে পত্রিকার নাম ও প্রকাশকাল যুক্ত করা হলো।

 

সূচি
 

অস্পষ্ট
আগমনী
উপসংহার
একটি চাউনি
একটি দিন
কর্তার ভূত
কৃতঘ্ন শোক
গলি
গল্প
ঘোড়া
তোতাকাহিনী 
নতুন পুতুল
নামের খেলা
পট
পরীর পরিচয়
পায়ে চলার পথ
পুনরাবৃত্তি

পুরোনো বাড়ি
 
প্রথম চিঠি
প্রথম শোক
প্রশ্ন
প্রাণমন
ভুল স্বর্গ
বাঁশি
বাণী
বিদূষক
মীনু
মুক্তি
মেঘদূত
মেঘলা দিনে

রথযাত্রা
রাজপুত্তুর
সওগাত
সতেরো বছর
সন্ধ্যা ও প্রভাত

সিদ্ধি
সুয়োরানীর সাধ
স্বর্গ-মর্ত


সংযোজন
কথিকা