ভাষাংশ | রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাসংগ্রহের সূচি
নলিনী
সূচি
প্রথম দৃশ্য
|
দ্বিতীয় দৃশ্য
|
তৃতীয় দৃশ্য |
চতুর্থ দৃশ্য
|
পঞ্চম দৃশ্য
|
ষষ্ঠ দৃশ্য
বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত
রবীন্দ্ররচনাবলী অচলিত সংগ্রহ প্রথম খণ্ডের (মাঘ
১৩৯২) গ্রন্থ পরিচয় অংশে লিখিত এই গ্রন্থ
সম্পর্কিত পাঠ।
এই নাট্যকাব্যটি ১২৯১ সালে [১০ মে ১৮৮৪] প্রকাশিত হয়। পৃষ্ঠাসংখ্যা ৩৬। ইহা
পুনর্মূদ্রিত হয় নাই।
নলিনীর আংশিক রবীন্দ্র-পাণ্ডুলিপি শান্তিনিকেতনের রবীন্দ্রভবনে
বর্তমান। ইহার আলোচনা হইতে নলিনীর রচনা সম্পর্কে কিছু তথ্য ও জানা যায়; দ্রষ্টব্য
রবীন্দ্র পাণ্ডুলিপি-বিবরণ: নলিনী। বিশ্বভারতী পত্রিকা, কার্তিক-পৌষ ১৩৭৫, পৃ. ১৭৯।
পরবর্তী 'মায়ার খেলা' (১২৯৫) গীতিনাট্যের বিজ্ঞপ্তিতে 'নলিনী'র
সহিত উহার সাদৃশ্যের বিষয়ে কবি ইঙ্গিত করিয়াছেন। কিন্তু উল্লেখ করা যায়, 'নলিনী' ও
'ভগ্নহৃদয়' উভয় রচনারই মূলগত প্রেরণা 'মায়ার খেলা'য় সার্থকভাবে পুনশ্চ সক্রিয়
হইয়াছে।