ভাষাংশ
রবীন্দ্রনাথ ঠাকুর -এর রচনাবলী

রচনাবলী সূচি
 

প্রায়শ্চিত্ত


বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী নবম খণ্ডে (৭ পৌষ ১৩৪৮ বঙ্গাব্দ) এই 'প্রায়শ্চিত্ত' নাটকটি গৃহীত হয়েছে। এর গ্রন্থ পরিচয় অংশে এই

নাটকটি সম্পর্কে উল্লেখ আছে

'প্রায়শ্চিত্ত ১৩১৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রায়শ্চিত্ত পুনর্‌লিখিত হইয়া পরিত্রাণ (১৩৩৬) নামে প্রকাশিত হয়। বর্তমান খণ্ডে মূল সংস্করণ মুদ্রিত হইল।'

 

বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী নবম খণ্ডে (বৈশাখ ১৩৯৩ বঙ্গাব্দ) মুদ্রিত পাঠ অনুসারে এই বৈদ্যুতিন সংস্করণ তৈরি করা হয়েছে।

 

 

প্রায়শ্চিত্ত
বিজ্ঞাপন
 

    বউঠাকুরানীর হাট নামক উপন্যাস হইতে এই প্রায়শ্চিত্ত গ্রন্থখানি নাট্যীকৃত হইল। মূল উপন্যাসখানির অনেক পরিবর্তন হওয়াতে এই নাটকটি প্রায় নূতন গ্রন্থের মতোই হইয়াছে।

 

নাটকের পাত্রগণ

প্রতাপাদিত্য          যশোহরের রাজা
উদয়াদিত্য            যশোহরের যুবরাজ
বসন্ত রায়             প্রতাপাদিত্যের খুড়া, রায়গড়ের রাজা     
রামচন্দ্র রায়          প্রতাপাদিত্যের জামাতা, চন্দ্রদ্বীপের রাজা
রমাই                  রামচন্দ্রের ভাঁড়
রামমোহন            রামচন্দ্র রায়ের মল্ল
ফর্নাণ্ডিজ            রামচন্দ্র রায়ের পোর্টুগীজ সেনাপতি
ধনঞ্জয়                একজন বৈরাগী
সীতারাম              প্রতাপাদিত্যের গৃহরক্ষক
পীতাম্বর              প্রতাপাদিত্যের অনুচর,
প্রতাপাদিত্যের মন্ত্রী 
প্রতাপাদিত্যের মহিষী
সুরমা                   উদয়াদিত্যের স্ত্রী
বিভা:                   প্রতাপাদিত্যের কন্যা, রামচন্দ্র রায়ের মহিষী
বামী                    প্রতাপাদিত্যের মহিষীর পরিচারিকা

 

সূচি
প্রথম অঙ্ক

দ্বিতীয় অঙ্ক

  তৃতীয় অঙ্ক   
চতুর্থ অঙ্ক

পঞ্চম অঙ্ক
উপসংহার